ইশাইয়া 5:25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

এই কারণে নিজের লোকদের বিরুদ্ধে মাবুদের ক্রোধে জ্বলে উঠেছেন, তিনি তাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে আছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই উপপর্বতগুলো কেঁপে উঠলো ও ওদের লাশ সড়কের মধ্যে জঞ্জালের মত পড়ে রইলো।এতেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,কিন্তু এখনও তিনি তাঁর হাত বাড়িয়েইরেখেছেন।

ইশাইয়া 5

ইশাইয়া 5:21-30