ইশাইয়া 47:14-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. দেখ, তারা খড়ের মত হল;আগুন তাদের পুড়িয়ে ফেললো;তারা আগুনের শিখার বল থেকে নিজ নিজ প্রাণ উদ্ধার করতে পারবে না;তা উষ্ণ হবার অঙ্গার বা সম্মুখে বসবার আগুন নয়।

15. তুমি যেসব বিষয়ে পরিশ্রম করেছ,সেসব তোমার পক্ষে এরকম হল;যারা তোমার সঙ্গে যৌবন কাল থেকে বাণিজ্য করেছে,তারা প্রত্যেকে নিজ নিজ পথে ভ্রান্ত হল,তোমার নিস্তারকারী কেউ নেই।

ইশাইয়া 47