ইশাইয়া 47:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে কুমারী ব্যাবিলন-কন্যে, তুমি নেমে ধূলিতে বস;হে কল্‌দীয়দের কন্যে, ভূমিতে বস, সিংহাসন নেই;কেননা লোকে তোমাকে আর কোমলা ও সুখভোগিনী বলে ডাকবে না।

2. যাঁতা নিয়ে শস্য পেষণ কর,তোমার ঘোমটা খোল, পায়ের কাপড় তোল,জঙ্ঘা অনাবৃত কর, পায়ে হেঁটে নদনদী পার হও।

3. তোমার নগ্নতা প্রকাশিত হবে,হ্যাঁ, তোমার লজ্জার বিষয় দৃশ্য হবে;‘আমি প্রতিশোধ দেব, কারো অনুরোধ মানব না।’

4. আমাদের মুক্তিদাতা, তাঁর নাম বাহিনীগণের মাবুদ,তিনি ইসরাইলের পবিত্রতম।

5. হে কল্‌দীয়দের কন্যে, নীরবে বস, অন্ধকারে আশ্রয় নেও;কেননা তুমি আর রাজ্যগুলোর রাণী বলে আখ্যাতা হবে না।

ইশাইয়া 47