২ শামুয়েল 13:33-39 Kitabul Mukkadas (MBCL)

33. রাজপুত্রেরা সবাই মারা গেছে ভেবে আমার প্রভু মহারাজ যেন দুঃখ না করেন, কারণ কেবল অম্নোনই মারা পড়েছে।”

34. এর মধ্যে অবশালোম পালিয়ে গিয়েছিল। যে লোকটি বাদশাহ্‌র পাহারাদার ছিল সে চেয়ে দেখল যে, পাহাড়ের পাশ থেকে তার পিছনের রাস্তা দিয়ে অনেক লোক আসছে।

35. তখন যোনাদব বাদশাহ্‌কে বলল, “ঐ দেখুন, রাজপুত্রেরা এসে গেছেন। আপনার গোলাম আমি যা বলেছিলাম তা-ই হয়েছে।”

36. তার কথা শেষ হওয়ার সংগে সংগেই বাদশাহ্‌র ছেলেরা এসে জোরে জোরে কাঁদতে লাগল। বাদশাহ্‌ ও তাঁর সব কর্মচারীরাও খুব কাঁদতে লাগলেন।

37. অবশালোম পালিয়ে গশূরের বাদশাহ্‌ অম্মীহূদের ছেলে তল্‌ময়ের কাছে গেল। দাউদ কিন্তু তাঁর ছেলে অম্নোনের জন্য প্রতিদিন শোক করতে লাগলেন।

38. অবশালোম পালিয়ে গশূরে গিয়ে সেখানে তিন বছর রইল।

39. তার কাছে যাবার জন্য বাদশাহ্‌ দাউদের খুব ইচ্ছা হল, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে বাদশাহ্‌ সান্ত্বনা পেয়েছিলেন।

২ শামুয়েল 13