তার কাছে যাবার জন্য বাদশাহ্ দাউদের খুব ইচ্ছা হল, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে বাদশাহ্ সান্ত্বনা পেয়েছিলেন।