তখন এহুদার বাদশাহ্ ও ইদোমের বাদশাহ্র সংগে ইসরাইলের বাদশাহ্ বের হয়ে পড়লেন। তাঁরা সাত দিন ধরে ঘুরপথে চললেন। তখন সৈন্যদলের জন্য কিংবা তাদের সংগেকার পশুগুলোর জন্য কোন পানি ছিল না।