তা দেখে ইসরাইলের বাদশাহ্ বললেন, “হায়, হায়! মাবুদ মোয়াবের হাতে তুলে দেবার জন্যই কি আমাদের এই তিন বাদশাহ্কে একসংগে ডেকেছেন?”