যিনি সমস্ত যুগের বাদশাহ্, যাঁর কোন ক্ষয় নেই এবং যাঁকে দেখা যায় না, চিরকাল সেই একমাত্র আল্লাহ্র সম্মান ও গৌরব হোক। আমিন।