আর সেইজন্যই আল্লাহ্ আমাকে মমতা করেছেন, যেন প্রধান গুনাহ্গার যে আমি, আমার মধ্য দিয়েই মসীহ্ ঈসা তাঁর অসীম ধৈর্য দেখাতে পারেন। তাঁর উপর ঈমানের ফলে যারা অনন্ত জীবন পাবে তারা যেন আমাকে দেখে শিখতে পারে সেইজন্যই তিনি আমার প্রতি এই রকম করেছেন।