১ খান্দাননামা 29:10-15 Kitabul Mukkadas (MBCL)

10. দাউদ সমস্ত লোকের সামনে এই বলে মাবুদের প্রশংসা করলেন,“হে মাবুদ, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্‌,অনাদিকাল থেকে আখেরাত পর্যন্ত তোমার প্রশংসা হোক।

11. হে মাবুদ, মহিমা, শক্তি, জাঁকজমক,জয় আর প্রশংসা তোমার,কারণ বেহেশতের ও দুনিয়ার সব কিছু তোমারই।হে মাবুদ, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ;তোমার স্থান সকলের উপরে।

12. ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে;তুমিই সব কিছু শাসন করে থাক।তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা;মানুষকে উন্নত করবার ও শক্তি দেবার অধিকার তোমারই।

13. এখন, হে আমাদের আল্লাহ্‌, আমরা তোমাকে শুকরিয়া জানাই,তোমার গৌরবময় নামের প্রশংসা করি।

14. “কিন্তু হে মাবুদ, আমি কে আর আমার লোকেরাই বা কারা যে, আমরা এইভাবে খুশী হয়ে দান করতে পারি? সব কিছুই তো তোমার কাছ থেকে আসে। তোমার হাত থেকে যা পেয়েছি আমরা কেবল তোমাকে তা-ই দিয়েছি।

15. আমরা তোমার চোখে আমাদের সমস্ত পূর্বপুরুষদের মতই পরদেশী বাসিন্দা। দুনিয়াতে আমাদের দিনগুলো ছায়ার মত, আমাদের কোন আশা নেই।

১ খান্দাননামা 29