দাউদ সমস্ত লোকের সামনে এই বলে মাবুদের প্রশংসা করলেন,“হে মাবুদ, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্,অনাদিকাল থেকে আখেরাত পর্যন্ত তোমার প্রশংসা হোক।