মাবুদ তাঁর কোরবানগাহ্কে অগ্রাহ্য করেছেন,ত্যাগ করেছেন তাঁর পবিত্র জায়গা।তাঁর কেল্লাগুলোর সমস্ত দেয়াল তিনি শত্রুর হাতে তুলে দিয়েছেন।ঈদের দিনের মত করে শত্রুরা মাবুদের ঘরে চিৎকার করছে।