তিনি বাগানের গাছের মত করে তাঁর বাসস্থানকে উপ্ড়ে ফেলেছেন;ধ্বংস করে দিয়েছেন তাঁর নির্দিষ্ট মিলন স্থানকে।মাবুদ সিয়োনকে তার সব ঈদ ও বিশ্রামবারের কথা ভুলিয়ে দিয়েছেন;ভয়ংকর রাগে বাদশাহ্ ও ইমামকেতিনি অগ্রাহ্য করেছেন।