সেই পুরানো দিনগুলোর কথা মনে কর;তোমাদের অনেক দিন আগেকার পূর্বপুরুষদের কথা ভেবে দেখ।সেই সব দিনের কথা তোমাদের পিতাদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বলবেন;বুড়ো লোকদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বুঝিয়ে বলবেন।