হে অবুঝ, বুদ্ধিহীন জাতি!এমনি করেই কি তোমরা মাবুদকে শোধ দেবে?তিনি কি তোমাদের পিতা ও সৃষ্টিকর্তা নন?তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন;তিনিই জাতি হিসাবে তোমাদের স্থাপন করেছেন।