দ্বিতীয় বিবরণ 32:13-17 Kitabul Mukkadas (MBCL)

13. বিজয়ী হিসাবে তাকে তিনি চালিয়ে নিয়ে গেলেনদেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে;তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন।তিনি তাকে খাওয়ালেন সেই মধু যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়,আর তাকে শক্ত পাথুরে জমির জলপাইয়ের তেল খাওয়ালেন।

14. তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দই আর ছাগল ও ভেড়ার দুধ,আর খাওয়ালেন মোটাসোটা ভেড়ার বাচ্চার গোশ্‌ত,ছাগলের গোশ্‌ত আর বাশন দেশের পুরুষ ভেড়ার গোশ্‌ত।তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম।হে ইসরাইল, তুমি গেঁজে ওঠা আংগুর-রস খেয়েছ।

15. কিন্তু মোটা হয়ে যিশুরূণ লাথি মারল।হে যিশুরূণ, তুমি অতিরিক্ত খেয়েভারী ও মোটা হয়েছ।তারপর সে তার সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে ত্যাগ করল,আর ছোট করে দেখল তার আশ্রয়-পাহাড়কে।

16. দেবতা পূজায় তাঁর বান্দারাতাঁর পাওনা এবাদতের আগ্রহে আগুন লাগাল,জঘন্য মূর্তি পূজায় তাঁর রাগ জাগাল।

17. তারা কোরবানী দিল ভূতদের উদ্দেশে যারা মাবুদ নয়,তারা কোরবানী দিল নতুন দেব-দেবীর উদ্দেশে,যারা মাত্র কিছুদিন আগে দেখা দিয়েছে,যাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না।

দ্বিতীয় বিবরণ 32