তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দই আর ছাগল ও ভেড়ার দুধ,আর খাওয়ালেন মোটাসোটা ভেড়ার বাচ্চার গোশ্ত,ছাগলের গোশ্ত আর বাশন দেশের পুরুষ ভেড়ার গোশ্ত।তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম।হে ইসরাইল, তুমি গেঁজে ওঠা আংগুর-রস খেয়েছ।