তোমাদের এবং তোমাদের পরিবারকে তোমাদের মাবুদ আল্লাহ্ যে সব ভাল ভাল জিনিস দিয়ে দোয়া করেছেন তা নিয়ে তোমরা, লেবীয়রা এবং তোমাদের মধ্যেকার বিদেশী বাসিন্দারা আনন্দ করবে।