সেইজন্য হে মাবুদ, তোমার দেওয়া জমির প্রথমে তোলা ফসল আমি তোমার কাছেই এনেছি।’ এই বলে তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে তোমরা তোমাদের টুকরি রাখবে এবং তাঁকে সেজদা করবে।