ইশাইয়া 12 Kitabul Mukkadas (MBCL)

প্রশংসা-কাওয়ালী

1. সেই দিন তুমি বলবে,“হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব,কারণ তুমি আমার উপর রাগ প্রকাশ করেছিলে;কিন্তু এখন তোমার রাগ থেমে গেছেআর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।

2. সত্যি, আল্লাহ্‌ আমার উদ্ধারকর্তা;আমি তাঁর উপর ভরসা করব, ভয় করব না।মাবুদ, মাবুদই আমার শক্তি ও আমার কাওয়ালী;তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।”

3. এজন্য তোমরা আনন্দের সংগেউদ্ধারের সব ঝর্ণা থেকে পানি তুলবে।

4. সেই দিন তোমরা বলবে,“মাবুদকে শুকরিয়া জানাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;তিনি যা করেছেন তা সব জাতিকে জানাওআর ঘোষণা কর যে, তিনি মহান।

5. মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও,কারণ তিনি গৌরবময় কাজ করেছেন;সারা দুনিয়াতে যেন এই কথা জানানো হয়।

6. হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার করআর আনন্দে কাওয়ালী গাও,কারণ ইসরাইলের আল্লাহ্‌ পাক তোমাদের মধ্যে মহান।”