এই বলে যোয়াব দায়ূদের কাছ থেকে বের হয়ে গিয়ে অব্নেরের খোঁজে লোক পাঠালেন। তারা সিরা নামে একটা কূয়ার কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনল। দায়ূদ কিন্তু এই সব জানতেন না।