7. আমি এই বিপদে আমার ঈশ্বরসদাপ্রভুকে ডাকলামএবং সাহায্যের জন্য তাঁর কাছেকান্নাকাটি করলাম।তাঁর বাসস্থান থেকে তিনি আমারগলার স্বর শুনলেন;আমার কান্না তাঁর কানে পৌঁছাল।
8. তখন পৃথিবী কেঁপে উঠলআর টলতে লাগল,কেঁপে উঠল আকাশের ভিত্তি;তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।
9. তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুনবেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
10. তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
11. তিনি করূবে চড়ে উড়ে আসলেন,দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
12. তিনি অন্ধকার দিয়ে নিজেকেঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালোবৃষ্টির মেঘ।
13. তাঁর আলোময় উপস্থিতির সামনেবিদ্যুৎ চম্কে চম্কে উঠতে লাগল।
14. সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন;মহান ঈশ্বরের স্বর শোনা গেল।
15. তিনি তীর ছুঁড়ে শত্রুদেরছড়িয়ে ফেললেনআর বিদ্যুৎ চম্কিয়ে তাদেরবিশৃঙ্খল করলেন।
16. সদাপ্রভুর ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায়সাগরের তলা দেখা গেল,পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।
17. তিনি উপর থেকে হাত বাড়িয়েআমাকে ধরলেন,গভীর জলের মধ্য থেকে আমাকেটেনে তুললেন।