২ শমূয়েল 22:33-38 পবিত্র বাইবেল (SBCL)

33. ঈশ্বরই আমার শক্ত আশ্রয়;তিনি আমার চলার পথ নিখুঁত করেছেন।

34. তিনি আমাকে হরিণীর মত করেলাফিয়ে চলার শক্তি দিয়েছেন;সব উঁচু জায়গায় তিনিই আমাকেদাঁড় করিয়েছেন।

35. তাঁর কাছ থেকেই আমার হাতযুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুকবাঁকাতে পারে।

36. হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢালতুমি আমাকে দিয়েছ;তোমার যত্ন দিয়ে তুমি আমাকেমহান করেছ।

37. তুমি আমার চলার পথ চওড়া করেছ,তাই আমার পায়ে উছোট লাগে নি।

38. আমার শত্রুদের তাড়া করেআমি তাদের ধ্বংস করেছি;তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমিপিছন ফিরি নি।

২ শমূয়েল 22