আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়,তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই।তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং,আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান।অত্যাচারী লোকদের হাত থেকেতুমি আমাকে রক্ষা কর।