21. আমার ন্যায় কাজ অনুসারেইসদাপ্রভু আমাকে দান করলেন,আমার কাজের শুচিতা অনুসারেপুরস্কার দিলেন;
22. কারণ সদাপ্রভুর পথেইআমি চলাফেরা করেছি;মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকেসরে যাই নি।
23. তাঁর সমস্ত আইন-কানুনআমার সামনে রয়েছে;তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।
24. তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম,আমি পাপ থেকে দূরে থেকেছি।
25. তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেনতাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে,আমার শুচিতা অনুসারে।
26. তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর,নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,
27. খাঁটিদের সংগে খাঁটি ব্যবহার কর,আর কুটিলদের দেখাওতোমার বুদ্ধির কৌশল।
28. তুমি দুঃখীদের রক্ষা করে থাক,আর অহংকারীদের নীচে নামাবার জন্যতোমার চোখ তাদের দিকে আছে।
29. হে সদাপ্রভু, তুমিই আমার বাতি;তুমিই আমার অন্ধকারকেআলো করে থাক।
30. তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপরঝাঁপিয়ে পড়তে পারি,আর আমার ঈশ্বরের সাহায্যেলাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
31. ঈশ্বরের পথে কোন খুঁত নেই;সদাপ্রভুর বাক্য খাঁটি বলেপ্রমাণিত হয়েছে।তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারীসকলের ঢাল।