২ শমূয়েল 22:16-20 পবিত্র বাইবেল (SBCL)

16. সদাপ্রভুর ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়সাগরের তলা দেখা গেল,পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।

17. তিনি উপর থেকে হাত বাড়িয়েআমাকে ধরলেন,গভীর জলের মধ্য থেকে আমাকেটেনে তুললেন।

18. আমার শক্তিমান শত্রুর হাত থেকেতিনি আমাকে বাঁচালেন;বাঁচালেন বিপক্ষদের হাত থেকেযাদের শক্তি আমার চেয়েও বেশী।

19. বিপদের দিনে তারা আমার উপরঝাঁপিয়ে পড়ল,কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন।

20. তিনি আমাকে একটা খোলা জায়গায়বের করে আনলেন;আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেইতিনি আমাকে উদ্ধার করলেন।

২ শমূয়েল 22