10. তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
11. তিনি করূবে চড়ে উড়ে আসলেন,দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
12. তিনি অন্ধকার দিয়ে নিজেকেঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালোবৃষ্টির মেঘ।
13. তাঁর আলোময় উপস্থিতির সামনেবিদ্যুৎ চম্কে চম্কে উঠতে লাগল।
14. সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন;মহান ঈশ্বরের স্বর শোনা গেল।