হায় যোনাথন, আমার ভাই!তোমার জন্য আমার বড় দুঃখ।আমার কাছে তুমি কত প্রিয়;আমার জন্য তোমার ভালবাসা ছিলমেয়েদের প্রতি ভালবাসারচেয়েও চমৎকার।