ওহে গিল্বোয়ের পাহাড়শ্রেণী,তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক,তোমাদের মধ্যে উর্বর শস্যক্ষেতওনা থাকুক;কারণ ওখানেই তো বীরদের ঢালঅসম্মানিত হয়েছে,শৌলের ঢালে আর তেল মাখানোহচ্ছে না।