যিহোয়াকীমের রাজত্বের সময় বাবিলের রাজা নবূখদ্নিৎসর যিহূদা দেশ আক্রমণ করলেন। যিহোয়াকীম তিন বছর তাঁর অধীনে ছিলেন। কিন্তু পরে তিনি নবূখদ্নিৎসরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।