কিন্তু আসিরিয়ার রাজা জানতে পারলেন যে, হোশেয় একজন বিশ্বাসঘাতক, কারণ তিনি মিসরের সো রাজার কাছে দূত পাঠিয়েছিলেন এবং আসিরিয়ার রাজাকে বছরের পর বছর যে কর্ দিয়ে আসছিলেন তা আর দিচ্ছেন না। সেইজন্য শল্মনেষর হোশেয়কে ধরে জেলে দিলেন।