২ বংশাবলি 7:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. শলোমনের প্রার্থনা শেষ হলেই স্বর্গ থেকে আগুন নেমে এসে পোড়ানো ও অন্যান্য উৎসর্গের জিনিস পুড়িয়ে ফেলল এবং উপাসনা-ঘরটি সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হল।

2. সেইজন্য পুরোহিতেরা সেখানে ঢুকতে পারলেন না।

3. আগুন নেমে আসতে দেখে ও উপাসনা-ঘরের উপরে সদাপ্রভুর মহিমা দেখতে পেয়ে সমস্ত ইস্রায়েলীয়েরা পাথরে বাঁধানো উঠানে উবুড় হয়ে পড়ে সদাপ্রভুকে তাদের অন্তরের ভক্তি জানাল ও এই বলে তাঁর প্রশংসা করল,“তিনি মংগলময়;তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”

4. তারপর রাজা ও সমস্ত লোক সদাপ্রভুর সামনে উৎসর্গের অনুষ্ঠান করলেন।

5. রাজা শলোমন বাইশ হাজার গরু এবং এক লক্ষ বিশ হাজার ভেড়া উৎসর্গ করলেন। এইভাবে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের ঘরটি প্রতিষ্ঠা করলেন।

২ বংশাবলি 7