২ বংশাবলি 21:4-7 পবিত্র বাইবেল (SBCL)

4. যিহোরাম তাঁর বাবার রাজ্য নিজের অধীনে এনে নিজেকে শক্তিশালী করলেন। তিনি নিজের সমস্ত ভাইদের ও ইস্রায়েলের কয়েকজন উঁচু পদের কর্মচারীকে মেরে ফেললেন।

5. যিহোরাম বত্রিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং যিরূশালেমে আট বছর রাজত্ব করেছিলেন।

6. আহাবের বংশের লোকদের মতই তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলতেন, কারণ তিনি আহাবের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন।

7. তবুও সদাপ্রভু দায়ূদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলেন সেইজন্য তাঁর বংশকে তিনি ধ্বংস করতে চাইলেন না। তিনি দায়ূদ ও তাঁর বংশধরদের চিরকাল একটা প্রদীপ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।

২ বংশাবলি 21