12. এইভাবে যিহোশাফট আরও ক্ষমতাশালী হয়ে উঠতে লাগলেন। তিনি যিহূদা দেশে কতগুলো দুর্গ ও ভাণ্ডার-শহর তৈরী করলেন।
13. তিনি যিহূদার শহরগুলোতে অনেক জিনিসপত্র মজুদ করলেন এবং যিরূশালেমে দক্ষ যোদ্ধাদের রাখলেন।
14. বংশ অনুসারে তাদের সংখ্যা ও সেনাপতিদের নাম এই:যিহূদা-গোষ্ঠী থেকে- প্রধান সেনাপতি অদ্ন ও তাঁর তিন লক্ষ যোদ্ধা;
15. দ্বিতীয় সেনাপতি যিহোহানন ও তাঁর দুই লক্ষ আশি হাজার যোদ্ধা;