14. তোমরা অবিশ্বাসীদের সংগে একই জোয়ালে কাঁধ দিয়ো না। ন্যায়ের সংগে অন্যায়ের যোগ কোথায়? আলো ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে?
15. খ্রীষ্টের সংগে বলীয়ালের, অর্থাৎ শয়তানের মিলই বা কোথায়? ঈশ্বরের লোক হিসাবে বিশ্বাসীর যে অধিকার তাতে অবিশ্বাসীর অংশ কি?
16. আর ঈশ্বরের থাকবার ঘরে প্রতিমার স্থান কোথায়? আমরা তো জীবন্ত ঈশ্বরের থাকবার ঘর।পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন,“আমি আমার লোকদের মধ্যে বাস করব,আর তাদেরই সংগে চলাফেরা করব।আমি তাদের ঈশ্বর হব,আর তারা আমার নিজের লোক হবে।”