তারপর দায়ূদ সেই পলেষ্টীয়কে মেরে ফিরে আসতেই অব্নের তাঁকে নিয়ে শৌলের কাছে গেলেন। তাঁর হাতে তখন গলিয়াতের মুণ্ডটা ছিল।