“কিন্তু অম্মোনীয়দের রাজা নাহশকে যখন তোমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেখলে তখন যদিও তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ছিলেন তোমাদের রাজা তবুও তোমরা আমাকে বললে, ‘না, আমরা চাই আমাদের উপরে একজন রাজা রাজত্ব করুক।’