১ রাজাবলি 1:14-16 পবিত্র বাইবেল (SBCL)

14. আপনি যখন রাজার সংগে কথা বলতে থাকবেন তখন আমিও সেখানে গিয়ে আপনার কথায় সায় দেব।”

15. তখন বৎশেবা রাজার সংগে দেখা করবার জন্য তাঁর ঘরে গেলেন। সেই সময় রাজা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ তাঁর দেখাশোনা করছিল।

16. বৎশেবা রাজাকে প্রণাম করলেন।রাজা জিজ্ঞাসা করলেন, “তুমি কি চাও?”

১ রাজাবলি 1