১ বংশাবলি 9:3-5 পবিত্র বাইবেল (SBCL)

3. যিহূদা, বিন্যামীন, ইফ্রয়িম ও মনঃশি-গোষ্ঠীর যারা যিরূশালেমে বাস করতে লাগল তারা হল:

4. যিহূদা-গোষ্ঠী থেকে:যিহূদার ছেলে পেরসের বংশের উথয়। উথয় ছিল অম্মীহূদের ছেলে, অম্মীহূদ অম্রির ছেলে, অম্রি ইম্রির ছেলে, ইম্রি বানির ছেলে ও বানি পেরসের ছেলে।

5. যিহূদার ছেলে শেলার বংশের অসায় ও তার ছেলেরা। অসায় ছিল তার বাবার বড় ছেলে।

40-41. যোনাথনের ছেলে মরীব্‌-বাল, মরীব্‌-বালের ছেলে মীখা এবং মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তহরেয় ও আহস।

১ বংশাবলি 9