১ বংশাবলি 8:31-32-37 পবিত্র বাইবেল (SBCL)

4. অবীশূয়, নামান, আহোহ,

5. গেরা, শফূফন ও হূরম।

31-32. গদোর, অহিয়ো, সখর ও মিক্লোৎ। মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।

33. নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।

34. যোনাথনের ছেলে মরীব্‌-বাল ও মরীব্‌-বালের ছেলে মীখা।

35. মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।

36. আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,

37. মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।

১ বংশাবলি 8