১ বংশাবলি 7:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. বিন্যামীনের তিনজন ছেলে হল বেলা, বেখর, ও যিদীয়েল।

7. বেলার পাঁচজন ছেলে হল ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। তাঁদের বংশ-তালিকায় বাইশ হাজার চৌত্রিশ জন লোকের নাম যোদ্ধা হিসাবে লেখা হয়েছিল।

8. বেখরের ছেলেরা হল সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়ো-ঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ।

9. তাদের বংশ-তালিকায় নেতাদের নাম ও বিশ হাজার দু’শোজন যোদ্ধার নাম লেখা হয়েছিল।

10. যিদীয়েলের একজন ছেলের নাম বিল্‌হন। বিল্‌হনের ছেলেরা হল যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।

১ বংশাবলি 7