1. লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
2. কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
3. অম্রামের সন্তানেরা হল হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
4. ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবিশূয়,
5. অবিশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি,
6. উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,
7. মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
54-59. কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল যিহূদা-এলাকার আশ্রয়-শহর হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে। এছাড়া হারোণের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
67-69. ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে আশ্রয়-শহর শিখিম, গেষর, যক্মিয়াম, বৈৎ-হোরণ, অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।