12. ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে;তুমিই সব কিছু শাসন করে থাক।তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা;মানুষকে উন্নত করবারও শক্তি দেবার অধিকার তোমারই।
13. এখন, হে আমাদের ঈশ্বর,আমরা তোমাকে ধন্যবাদ দিই,তোমার গৌরবময় নামের প্রশংসা করি।
14. “কিন্তু হে সদাপ্রভু, আমি কে আর আমার লোকেরাই বা কারা যে, আমরা এইভাবে খুশী হয়ে দান করতে পারি? সব কিছুই তো তোমার কাছ থেকে আসে। তোমার হাত থেকে যা পেয়েছি আমরা কেবল তোমাকে তা-ই দিয়েছি।
15. আমরা তোমার চোখে আমাদের সমস্ত পূর্বপুরুষদের মতই পরদেশী বাসিন্দা। পৃথিবীতে আমাদের দিনগুলো ছায়ার মত, আমাদের কোন আশা নেই।