১ বংশাবলি 24:22-31 পবিত্র বাইবেল (SBCL)

22. যিষ্‌হরের বংশের পিতা শলোমীৎ ও শলোমীতের বংশ-নেতা যহৎ।

23. হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের পিতা।

24-25. ঊষীয়েলের বংশের মীখা ও যিশিয় ছিলেন বংশের পিতা; মীখার বংশ-নেতা শামীর ও যিশিয়ের বংশ-নেতা সখরিয়।

26. মরারির ছেলে মহলি, মূশি ও যাসিয়;

27. যাসিয়ের বংশের বিনো শোহম, শক্কুর ও ইব্রি ছিলেন বংশের পিতা।

28. মহলির বংশের ইলিয়াসর ও কীশ; ইলিয়াসরের কোন ছেলে ছিল না।

29. কীশের বংশ-নেতা ছিলেন যিরহমেল।

30. মূশির বংশের মহলি, এদর ও যিরেমোৎ ছিলেন বংশের পিতা।বিভিন্ন বংশ অনুসারে এঁরা ছিলেন লেবীয়।

31. এঁরাও রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং পুরোহিত ও লেবীয়দের বংশ-নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারোণের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।

১ বংশাবলি 24