13. তেরো বারে হুপ্পের, চৌদ্দ বারে যেশবাবের,
14. পনেরো বারে বিল্গার, ষোল বারে ইম্মেরের,
15. সতেরো বারে হেষীরের, আঠারো বারে হপ্পিসেসের,
16. ঊনিশ বারে পথাহিয়ের, বিশ বারে যিহিষ্কেলের,
17. একুশ বারে যাখীনের, বাইশ বারে গামূলের,
18. তেইশ বারে দলায়ের ও চব্বিশ বারে মাসিয়ের নামে।
19. তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা-কাজ করবার জন্য এইভাবে তাঁদের পালা ঠিক করা হল।
20-21. লেবি-গোষ্ঠীর বাকী বংশগুলোর কথা এই:অম্রামের বংশের শবূয়েল ও রহবিয় ছিলেন বংশের পিতা; শবূয়েলের বংশ-নেতা যেহদিয় ও রহবিয়ের বংশ-নেতা যিশিয়।
22. যিষ্হরের বংশের পিতা শলোমীৎ ও শলোমীতের বংশ-নেতা যহৎ।