9. হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।
10. রামের ছেলে হল অম্মীনাদব। অম্মীনাদবের ছেলে হল নহশোন; তিনি যিহূদা-গোষ্ঠীর নেতা ছিলেন।
11. নহশোনের ছেলে সল্মোন ও সল্মোনের ছেলে বোয়স;
12. বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে যিশয়।
13. যিশয়ের বড় ছেলে হল ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,
14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,