১ বংশাবলি 2:7-16 পবিত্র বাইবেল (SBCL)

7. শিম্রির নাতি, অর্থাৎ কর্মির ছেলে ছিল আখন, যার আর এক নাম ছিল আখর, সে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস নিয়ে ইস্রায়েলের উপর বিপদ ডেকে এনেছিল।

8. এথনের একজন ছেলের নাম ছিল অসরিয়।

9. হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।

10. রামের ছেলে হল অম্মীনাদব। অম্মীনাদবের ছেলে হল নহশোন; তিনি যিহূদা-গোষ্ঠীর নেতা ছিলেন।

11. নহশোনের ছেলে সল্‌মোন ও সল্‌মোনের ছেলে বোয়স;

12. বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে যিশয়।

13. যিশয়ের বড় ছেলে হল ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,

14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,

15. ষষ্ঠ ওৎসম ও সপ্তম দায়ূদ।

16. তাদের বোনেরা হল সরূয়া ও অবীগল। অবীশয়, যোয়াব ও অসাহেল ছিলেন সরূয়ার তিনজন ছেলে।

১ বংশাবলি 2