১ বংশাবলি 16:7-25 পবিত্র বাইবেল (SBCL)

7. সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:

8. সদাপ্রভুকে ধন্যবাদ দাও,তাঁর গুণের কথা ঘোষণা কর;তাঁর কাজের কথাঅন্যান্য জাতিদের জানাও।

9. তাঁর উদ্দেশে গান গাও,তাঁর প্রশংসা-গান কর;তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।

10. তাঁর পবিত্রতার গৌরব কর;যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহীতাদের অন্তর আনন্দিত হোক।

11. সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর;সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতেআগ্রহী হও।

14. তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।

15. যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেনহাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথাচিরকাল মনে রেখো।

16. সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্যস্থাপন করেছিলেনআর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন।

17. তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছেনিয়ম হিসাবেআর ইস্রায়েলের কাছেচিরস্থায়ী ব্যবস্থা হিসাবেঘোষণা করেছিলেন।

18. তিনি বলেছিলেন,“আমি তোমাকে কনান দেশটা দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”

19. তাদের সংখ্যা যখন কম ছিল,খুবই কম ছিল,আর তারা সেখানে বিদেশী ছিল,

20. তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

21. তখন তিনি কাউকে তাদের অত্যাচারকরতে দিতেন না।তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন,

22. বলতেন, “আমার অভিষিক্ত লোকদেরছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

23. পৃথিবীর সব লোক,তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর;তাঁর দেওয়া উদ্ধারের কথাদিনের পর দিন ঘোষণা কর।

24. বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমাঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সবআশ্চর্য কাজের কথা ঘোষণা কর।

25. সদাপ্রভুই মহান এবং সবার উপরেপ্রশংসার যোগ্য;সব দেব-দেবতার চেয়ে তিনি বেশীভয় জাগান।

১ বংশাবলি 16