28. হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
29. তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর;উৎসর্গের জিনিস নিয়ে তাঁর সামনে এস।সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁকে শ্রদ্ধা জানাও।
30. পৃথিবীর সমস্ত লোক,তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।পৃথিবী অটলভাবে স্থাপিত হল,তা কখনও নড়বে না।
31. আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক,“সদাপ্রভুই রাজত্ব করেন।”
32. সাগর ও তার মধ্যেকার সব কিছুগর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছুআনন্দিত হোক।
33. তাহলে বনের গাছপালাওসদাপ্রভুর সামনে আনন্দে গান করবে,কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।