22. বলতেন, “আমার অভিষিক্ত লোকদেরছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
23. পৃথিবীর সব লোক,তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর;তাঁর দেওয়া উদ্ধারের কথাদিনের পর দিন ঘোষণা কর।
24. বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমাঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সবআশ্চর্য কাজের কথা ঘোষণা কর।
25. সদাপ্রভুই মহান এবং সবার উপরেপ্রশংসার যোগ্য;সব দেব-দেবতার চেয়ে তিনি বেশীভয় জাগান।
26. বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র,কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।